ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার খালেক মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৩, ২১ আগস্ট ২০১৫

সাতক্ষীরার খালেক মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার জামায়াতের আমির খালেক ম-লকে শোন এ্যারেস্টের জন্য আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ। তাদের আবেদনের প্রেক্ষিতে খালেক ম-লকে শোন এ্যারেস্ট দেখিয়ে ২৫ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। ট্রাইব্যুনালে অপর সদস্য ছিলেন বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। উল্লেখ্য, খালেক ম-লকে ১৬ জুন গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সাতক্ষীরা কারাগারে আটক রয়েছেন। প্রসিকিউটর জেয়াদ আলম মালুম বলেছেন, আসামি আব্দুল খালেক ম-ল পিতা মৃত লুৎফর রহমান, সাং খলিলনগর, থানা সাতক্ষীরা, জেলা সাতক্ষীরা। সাতক্ষীরা পুলিশ ১৬ জুন খালেক ম-লকে ১৮৬৮ সালের আর্মস এ্যাক্টে গ্রেফতার করে। খালেক ম-ল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা সদরের রাজাকার বাহিনীর একজন শীর্ষস্থানীয় রাজাকার ছিলেন। আসামি এখন সাতক্ষীরার জনপদে একজন মূর্তিমান আতঙ্ক। তিনি বর্তমানে জামায়াতের আমির। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এখন তার বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত করছে।
×