ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স/ডিপ্লোমা ভর্তি কার্যক্রমের ফরম পূরণের সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৪:২৫, ২১ আগস্ট ২০১৫

মাস্টার্স/ডিপ্লোমা ভর্তি কার্যক্রমের ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২০ আগস্ট ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদী ডিগ্রী (পাস) ও তিন বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রীধারী শিক্ষার্থীগণ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবে। এ লক্ষ্যে অনলাইন ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ww(w.nu.edu.bd/ admissions) থেকে জানা যাবে। মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা কাল শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষায় সারাদেশে ৬১টি কেন্দ্রে একযোগে সর্বমোট ৮০টি কলেজের ৮৩ হাজার ৪৬৫ পরীক্ষার্থী ২৯টি বিষয়ে অংশগ্রহণ করবে। প্রতিদিন দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। মাইলস্টোন কলেজ অধ্যক্ষকে অভিনন্দন বিগত বছরগুলোর ন্যায় সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলেও কৃতিত্বের স্বাক্ষর রাখায় মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলামকে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। মাইলস্টোন কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফরহাদ হোসেন কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এই অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় সভাপতি মোঃ ফরহাদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী এ্যাসোসিয়েশনের সহসভাপতি মনিরুল ইসলাম রুদ্র এবং সাধারণ সম্পাদক জুবায়ুরুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×