ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে গণতন্ত্র অবরুদ্ধ ॥ নজরুল

প্রকাশিত: ০৭:৫৮, ২০ আগস্ট ২০১৫

দেশে গণতন্ত্র অবরুদ্ধ ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র অবরুদ্ধ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। অথচ গণতন্ত্র ব্যাহত হওয়ার কারণে আজকে দেশে জনগণের সরকার ক্ষমতায় নেই। বর্তমান সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। বুধবার সকালে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগর জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নজরুল খান বলেন, বিএনপি পুনর্গঠনের কাজ ভালভাবে চলছে। তবে পুনর্গঠনে সরকার বাধা দিচ্ছে। জেলা, উপজেলা ও মহানগরে কমিটি গঠন ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে। এরপর দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেও কয়েকবার জাতীয় কাউন্সিল করার চূড়ান্ত পর্যায় থেকে সরকারের নানা বাধার কারণে আমাদের ফিরে আসতে হয়েছে। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত সকল বিএনপি নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
×