ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেনেলিয়ার নিন্দা

প্রকাশিত: ০৬:২৫, ২০ আগস্ট ২০১৫

জেনেলিয়ার নিন্দা

সংস্কৃতি ডেস্ক ॥ থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের বোমা বিস্ফোরণের ঘটনায় বিশ্বব্যাপী তুমুল আলোচনা চলছে। এ ঘটনায় হতভম্ব বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা দেশমুখ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। এ ঘটনায় টুইটের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। একটি বিজ্ঞাপনের শূটিংয়ে থাইল্যান্ড গিয়েছিলেন জেনেলিয়া। সঙ্গে ছিলেন স্বামী রীতেশ দেশমুখ। বিস্ফোরণস্থল থেকে কিছুটা দূরে একটি শপিংমলে ছিলেন তারা। এ বিষয়টি নিয়ে টুইট করে নায়িকা জানান, ঘটনার বীভৎসতা স্তম্ভিত করেছে তাঁকে। তিনি এবং তাঁর সহকর্মীরা নিরাপদ রয়েছেন, কিন্তু যে ভাবে এই বিস্ফোরণে কিছু নিরপরাধ মানুষের প্রাণ চলে গেল, তা কোনভাবেই মানতে পারছেন না তিনি। প্রসঙ্গত, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের হিন্দু মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জনের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর সেই স্থানে মানুষের বিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখেছেন প্রতক্ষ্যদর্শীরা। ব্যাঙ্ককের যে জায়গায় এই মন্দিরটি রয়েছে, সেটি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। একাধিক শপিংমল, রেস্তোরাঁ রয়েছে এই অঞ্চলে। ফলে এখানে বিস্ফোরণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে।
×