ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে নতুন ধারাবাহিক ‘নগর জীবন’

প্রকাশিত: ০৬:২৫, ২০ আগস্ট ২০১৫

আসছে নতুন ধারাবাহিক  ‘নগর জীবন’

সংস্কৃতি ডেস্ক ॥ বর্তমান পেক্ষাপটে আমাদের এই ঢাকা শহরের সমসাময়িক ঘটনা নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাট ‘নগর জীবন’। আলী সুজনের গল্পে তরুণ নির্মাতা জয় সরকার নির্মাণ করেছেন মেগা ধারাবাহিক নাটক ‘নগর জীবন’। বিশেষ করে নগর জীবনের নানা অসঙ্গতি, মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়েন, প্রেম ভালবাসা, সন্ত্রাসের উত্থান-পতন, নগর জীবনের সমসাময়িক বিষয়সহ নানা সমস্যা তুলে ধারা হয়েছে এ নাটকের কাহিনীচিত্রে। তরুণ পরিচালক জয় সরকারের মেগা ধারাবারিক ‘নগর জীবন’ নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাব্বির আহমেদ, তারেক স্বপন, রাশেদ মামুন অপু, তুষার মাহমুদ, কাজী উজ্জ্বল, শহিদ আলমগীর, লামিয়া মিমো. মৌসুমী নাগ. সানারাই দেবি শানু, বসন্ত সাকিলা ও আর অনেকে। নাটকটি শীঘ্রই একটি বেসরকারী চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা গেছে। ‘নগর জীবন’ নাট প্রসঙ্গে পরিচালক জয় সরকার বলেন, সর্বাত্মক চেষ্টা করেছি ভাল করার। আশা করি নাটকটি দেখে দর্শক হতাশ হবেন না।
×