ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২১, ২০ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩০. নিউরনের প্রলম্বিত অংশ কয় প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ৩১. ফিতাকৃমির বৈশিষ্ট্য- র. দেহ চ্যাপ্টা রর. দেহে চোষক থাকে ররর. শিখাকোষ অনুপস্থিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩২. মিথাইল অরেঞ্জ এসিডের মধ্যে কোন রং উৎপন্ন করে? ক) লাল খ) নীল গ) গোলাপি ঘ) বেগুনি ৩৩. যে তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে প্রবাহিত হয় তাকে কী বলে? ক) সমপ্রবাহ খ) পরিবর্তী প্রবাহ গ) পর্যাবৃত্ত প্রবাহ ঘ) দ্বিমুখী প্রবাহ ৩৪. ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়? ক) শুকনো খ) দানাদার গ) চটচটে ঘ) পিচ্ছিল ৩৫. মেরাসমাস রোগের লক্ষণ হলো- র. তাপ উৎপাদন রর. শক্তি উৎপাদন ররর. দেহ গঠন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৬. মোমের দহনে- র. রাসায়নিক পরিবর্তন হয় রর. ভৌত পরিবর্তন হয় ররর. কিছু মোম বাষ্পীভূত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) র, রর ও ররর ৩৭. অযৌন জনন প্রক্রিয়ায়- র. দুটো জনন কোষের মিলন হয় না রর. সাধারণত নিম্ন শ্রেণির জীব বংশ বৃদ্ধি করে ররর. স্পোর ও অঙ্গ দ্বারা প্রজনন হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? ক) এরা বর্ণহীন খ) এরা গন্ধহীন গ) এরা খুব হালকা হয় ঘ) এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয় ৩৯. পুকুরে বিয়োজিত দ্রব্যাদিকে কারা খাদ্য হিসাবে গ্রহণ করে? ক) উৎপাদক খ) প্রথম স্তরের খাদক গ) দ্বিতীয় স্তরের খাদক ঘ) সর্বোচ্চ খাদক ৪০. উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে? ক) পঠন কাচ খ) ভোল্টমিটার গ) অপটিক্যাল ফাইবার ঘ) টেলিস্কোপ ৪১. মস্তিষ্কের নিচের অংশ কোনটি? ক) গুরু মস্তিষ্ক খ) লঘু মস্তিষ্ক গ) মেডুলা ঘ) পনস ৪২. বাস্তুতন্ত্রের অজীব উপাদান কয় ধরনের? ক) ২ ধরনের খ) ৩ ধরনের গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের ৪৩. কোন ধরনের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়? ক) দ্বিবিভাজন খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস ৪৪. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ? ক) ১৩টি খ) ২৭টি গ) ৩৪টি ঘ) ৬৩টি ৪৫. যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর কীসের পরিবর্তন হয়? ক) ওজন খ) ভর গ) বেগ ঘ) শক্তি ৪৬. পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। সংকট কোণ কত? ক) ০০ খ) ৪৫০ গ) ৮৯০ ঘ) ৯০০ ৪৭. খাদ্য মূলত কিসের সমন্বয়ে গঠিত? ক) মৌলের খ) বিভিন্ন যৌগের গ) খনিজ পদার্থের ঘ) পানির ৪৮. কোনটি দেহে তাপের সমতা রক্ষা করে? ক) খনিজ লবণ খ) ভিটামিন গ) খনিজ লবণ ঘ) পানি উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন ১০০ঘ এবং মেরু ও বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত ৯ : ১০। ৪৯. শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে- র. অক্সিন রর. জিবেরেলিন ররর. ইথিলিন নিচের কোনটি সঠিক? ক) ৮ কেজি খ) ১০ কেজি গ) ১২ কেজি ঘ) ১৪ কেজি ৫০. এসিডের সাধারণ মৌলিক পদার্থের নাম কী? ক) ৯ : ১০ খ) ১০ : ৯ গ) ৮১ :১০০ ঘ) ১ : ১ সঠিক উত্তর: ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (গ)
×