ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বান্দরবানে জনসংহতি সমিতির হাট বাজার বর্জন

প্রকাশিত: ০৬:০১, ২০ আগস্ট ২০১৫

বান্দরবানে জনসংহতি  সমিতির হাট বাজার বর্জন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৯ আগস্ট ॥ বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতির ডাকা হাটবাজার বর্জন কর্মসূচী পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)এর সভাপতি সন্তু লারমার ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবান জেলায় বুধবার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হাটবাজার বর্জনের কর্মসূচী পালন করা হয়। সকাল থেকে টানা বৃষ্টির মধ্যে শহরের আদিবাসী অধ্যুষিত মধ্যমপাড়া এলাকায় কোন হাটবাজার বসেনি। মধ্যমপাড়া এলাকার বাজারে দূর থেকে কোন পাহাড়ী-বাঙালী সবজি ব্যবসায়ী ও পণ্য বিক্রেতা বাজারে বসার জন্য আসেনি। এদিকে বাঙালী অধ্যুষিত বান্দরবান বাজারে হাটবাজার বসেছে। সব ধরনের দোকান-পাট ছিল খোলা, পণ্য ক্রয়-বিক্রয় ছিল স্বাভাবিক। জেলার রুমা, থানছি, রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলায় হাটবাজার কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) গত ২৯ জুলাই অপর পার্বত্য জেলা রাঙামাটিতে হাটবাজার বর্জন করেন।
×