ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর বোর্ডে ৪৫ হাজার পুনর্নিরীক্ষণ, ফল ৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৫৮, ২০ আগস্ট ২০১৫

যশোর বোর্ডে ৪৫ হাজার পুনর্নিরীক্ষণ, ফল  ৮ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সম্প্রতি প্রকাশিত এইচএসসির ফলাফলে যশোর বোর্ডে ৪৪ হাজার ৭শ’ ৮৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজীতে ৯ হাজার ৯শ’ ১৭টি। ১৬ আগস্ট পর্যন্ত টেলিটকের সাহায্যে এসএমএসের মাধ্যমে এ আবেদন করেছে শিক্ষার্থীরা। আগামী ৮ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে বলে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন। বোর্ড সূত্রে জানা যায়, ৯ আগস্ট ঘোষিত এইচএসসির ফলাফলে যশোর বোর্ড সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে খারাপ ফল করে। পরদিন অর্থাৎ ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টেলিটকের সাহায্যে এসএমএসের মাধ্যমে মোট ৪৪ হাজার ৭শ’ ৮৩টি আবেদন করেছে শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি আবেদন করেছে ইংরেজীতে। এ বিষয়ে আবেদন করা হয়েছে ৯ হাজার ৯শ’ ১৭টি। সবচেয়ে কম আবেদন পড়েছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে। এ বিষয়ে মাত্র ২টি আবেদন জমা পড়েছে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর আগামী ৮ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হবে। আবেদনকৃত অন্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য বাংলায় ২ হাজার ২শ’ ১৯টি, পদার্থবিজ্ঞানে ২ হাজার ২শ’ ৭২টি, রসায়নে ১ হাজার ৮শ’ ১২টি, জীববিজ্ঞানে ১ হাজার ১২টি, উচ্চতর গণিতে ১ হাজার ২শ’ ৩৯টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১ হাজার ৯শ’ ৭টি, অর্থনীতিতে ৫শ’ ৩৭টি, যুক্তিবিদ্যায় ২শ’ ৩১টি, হিসাববিজ্ঞানে ৩শ’ ২৯টি, ব্যবস্থাপনায় ৫শ’ ৭০টি, ফিনান্স, ব্যাংকিং ও বীমায় ১শ’ ৮৫টি।
×