ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপজেলা সভাপতি আহত

সাজেদার উপস্থিতিতে ফরিদপুরে আওয়ামী লীগ দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ০৫:৫৪, ২০ আগস্ট ২০১৫

সাজেদার উপস্থিতিতে ফরিদপুরে আওয়ামী লীগ দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ আগস্ট ॥ সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সালথা উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংসদ উপনেতা দ্রুত বক্তব্য শেষ করে সভাস্থল ত্যাগ করেন। এ ঘটনা নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সালথা উপজেলার ইউসুফদিয়া খেলার মাঠে বুধবার বিকেলে একটি যোগদান অনুষ্ঠান চলছিল। সেই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠান চলাকালে সালথা উপজেলা চেয়ারম্যান, বিএনপি নেতা মোঃ ওয়াহিদুজ্জামান তার সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থকরা এর তীব্র বিরোধিতা করতে থাকেন। একপর্যায়ে দু’গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অনুষ্ঠানের মঞ্চে থাকা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে বিপক্ষদলীয়রা আহত করে। অবস্থা বেগতিক দেখে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে, নগরকান্দা আওয়ামী লীগ সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী পুলিশকে নির্দেশ দিলে পুলিশ দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। আয়মন আকবর বাবলু তাৎক্ষণিক গ-গোল পাকানোর অভিযোগে দেলোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। সালথা থানার পুলিশ জানায়, সংসদ উপনেতার অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×