ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুর সীমান্ত থেকে হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৩, ২০ আগস্ট ২০১৫

শেরপুর সীমান্ত থেকে হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ আগস্ট ॥ নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর কালাকুমা গ্রামের একটি আকাশমনি কাঠের বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সীমান্ত এলাকার উত্তর কালাকুমা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মজিদের কাঠের বাগান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ২টি গ্রেনেড, ৩টি পিস্তলের গুলি ও একটি একে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত গ্রেনেড-গুলি কোথা থেকে কিভাবে এসেছে তা জানা যায়নি। বিশেষজ্ঞ টিম দ্বারা এগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানায় পুলিশ। নালিতাবাড়ী থানা পুলিশ জানায় এক সময় ওই সীমান্তে উলফাদের বিচরণ ছিল। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও গুলি তারাই হয়ত এখানে রেখে গেছে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
×