ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিপোর্টার নাজনীন আখতারকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৫:৫৩, ২০ আগস্ট ২০১৫

রিপোর্টার নাজনীন আখতারকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন আখতারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় গত ২৫ জুন ১১ (খ)/৩০ ধারায় স্বামী গাজী টেলিভিশনের চাকরিচ্যুত বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুল ও তার পরকীয়া গৃহবধূ মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথির বিরুদ্ধে মিরপুর থানায় তার দায়ের করা মামলা (নং ১১৬) বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলা প্রত্যাহারের জন্য নাজনীনকে হুমকি দেয়া হয়। বুধবার সকাল ৮ টা ৫৭ মিনিটে ০১৮১৮১০৫৪২৮ নম্বর থেকে ফোন করে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে বলা হয়, তা না হলে নাজনীনকে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। ওই ঘটনায় নাজনীন জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার বিকেলে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (১৪২৫) করেছেন। ঘটনার তদন্ত ভার দেয়া হয়েছে থানার এসআই এনামুল হককে। উল্লেখ্য, ওই মামলায় রকিবুল ইসলাম মুকুল গত ২৬ জুন থেকে কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। এ পর্যন্ত সিএমএম আদালত চারবার এবং মহানগর দায়রা জজ আদালত একবার তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে। নাজনীনের পক্ষে মামলা পরিচালনা করছেন সিনিয়র আইনজীবী মোশাররফ হোসেন কাজল, নজিবুল্লাহ হিরু, ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, রিপন বড়ুয়া, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদ।
×