ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চলন্ত অবস্থায় গাড়ি চার্জ

প্রকাশিত: ০৫:৪৩, ২০ আগস্ট ২০১৫

চলন্ত অবস্থায় গাড়ি চার্জ

ইলেকট্রিক কার নিয়ে বের হয়েছেন কিন্তু চার্জ শেষ। কোথাও চার্জ দেয়ার ব্যবস্থা নেই। জ্বালানিচালিত গাড়ি হলে সমস্যা ছিল না, আশপাশের পেট্রোল পাম্প থেকেই সহজেই পেট্রোল নিয়ে গাড়ি চালানো যেত। কিন্তু ইলেকট্রনিক কারের চার্জিং স্টেশন অনেক কম। ফলে চার্জ শেষ হলে সমস্যার অন্ত থাকে না। এই সমস্যা সমাধানের জন্য অভিনব এক উপায় বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সড়কে গাড়ি চললেই চার্জ হতে থাকবে গাড়ি, এমন এক উপায় নিয়েই গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এজন্য বিশেষ ধরনের কার লেন তৈরির চিন্তাভাবনা করছেন তাঁরা যার মাধ্যমে এই লেন চলাচলকারী ইলেকট্রিক কার স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। ইলেকট্রিক কারের জন্য বিশেষ চার্জিং লেন নিয়ে কাজ করছে হাইওয়ে ইংল্যান্ড। প্রতিষ্ঠানটি জানায়, তারা উচ্চপ্রযুক্তির চার্জিং লেন নিয়ে কাজ করছে। এটি নিয়ে এখন গবেষণা চলছে। গবেষণা শেষ হলে ট্রায়াল শুরু হবে। হাইওয়ে ইংল্যান্ড জানিয়েছে, শুরুতে ট্রায়াল হিসেবে সেদেশের কিছু সড়কে চার্জিং লেন চালু করা হবে। এই লেন দিয়ে ইলেট্রিক কার চলাচলের সময় ওয়ারলেস চার্জিংয়ের মাধ্যমে গাড়ির ব্যাটারি চার্জ হবে। বিশেষ এই লেনের সড়কের নিচ দিয়ে পাওয়ার কেবল বসানো থাকবে। ফলে ইলেট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে। এই প্রযুক্তির জন্য ইংল্যান্ডের সরকার পাঁচ শ’ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। এখন অপেক্ষার পালা। -সূত্র: ইন্টারনেট
×