ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের দিল্লীতে বৈঠকে ডাকলেন পাক নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশিত: ০৫:২৪, ২০ আগস্ট ২০১৫

কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের দিল্লীতে বৈঠকে  ডাকলেন পাক  নিরাপত্তা উপদেষ্টা

নয়াদিল্লীর পাকিস্তান হাই কমিশন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) সরতাজ আজিজের আসন্ন ভারত সফরকালে এক বৈঠকের জন্য কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। এ পদক্ষেপ দু’দেশের মধ্যে নির্ধারিত এনএসএ পর্যায়ের আলোচনার আগে রাজনৈতিক পরিবেশ কলুষিত করতে পারে। খবর জিনিউজের। বুধবার প্রচার মাধ্যমের খবরে দাবি করা হয় যে, পাকিস্তান হাই কমিশনের আমন্ত্রণ সৈয়দ আলী শাহ জিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, নাঈম খান ও ইয়াসিন মালিকসহ হুররিয়াতের বড় বড় নেতার কাছে পৌঁছেছে। সরতাজ আজিজের ‘সংবর্ধনা অনুষ্ঠানে’ হুররিয়াত নেতাদের আমন্ত্রণ জানানো হয়। আজিজের সঙ্গে তাঁদের বৈঠক ২৩ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বলে জানা যায়। হুররিয়াতের মুখপাত্র আয়াজ আকবর বলন, জিলানি সাহেব হাই কমিশন কর্তৃক আমন্ত্রিত হয়েছেন। ইন্ডিয়ার এক্সপ্রেস এ কথা জানায়। মুখপাত্র আরও বলেন যে, ভারতের সঙ্গে আলোচনা আবার শুরু করার আগে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীদের কথা শুনতে চায়। এ আমন্ত্রণ গুরুত্ব বহন করে।
×