ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ভিসা ক্রেডিট কার্ড’ চালু করল পূবালী ব্যাংক

প্রকাশিত: ০৫:১৯, ২০ আগস্ট ২০১৫

‘ভিসা ক্রেডিট কার্ড’ চালু করল পূবালী ব্যাংক

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক বুধবার, ‘ভিসা ক্রেডিট কার্ড’ চালু করেছে। ‘ভিসা ক্রেডিট কার্ডের’ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ফাহিম আহমদ ফারুক চৌধুরী, পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, মঞ্জুরুর রহমান, আহমদ শফি চৌধুরী, মিসেস রোমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব, আজিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক খুরশীদ-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী। হাফিজ আহমদ মজুমদার বলেন, ভিসা ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এ কার্ডের মাধ্যমে আমাদের ব্যাংকের গ্রাহকরা হাতের মুঠোয় সর্বোত্তম বিশ্বমানের সেবা পাবেন। পূবালী ব্যাংক নতুন সেবার অফার এবং মান নিয়ে রোমাঞ্চিত যা আমাদের ক্রমবর্ধমান পোর্টফোলিওর ধারাবাহিকতা। ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের চাহিদা এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের অংশ হিসেবে পূবালী ব্যাংক ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে। গ্রাহকদের ব্যাংকিং লেনদেনের প্রক্রিয়াকে সহজতর করে তুলবে।
×