ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেসরকারী ভার্সিটির ওপর ভ্যাট আরোপ স্থগিত চেয়ে রিট ॥ আজ শুনানি হতে পারে

প্রকাশিত: ০৫:১৭, ২০ আগস্ট ২০১৫

বেসরকারী ভার্সিটির ওপর ভ্যাট আরোপ স্থগিত চেয়ে রিট ॥ আজ শুনানি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী মেডিক্যাল কলেজ এবং বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফিয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হতে পারে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানি হবে কিনা এ বিষয়ে আজ আদেশ পদান করবেন হাইকোর্ট। রিট আবেদনের ওপর বুধবার উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। শিক্ষার্থীদের টিউশন ফিয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদনটি দায়ের করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএয়ের শিক্ষার্থী এখলাসুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনলোজির বিবিএয়ের শিক্ষার্থী রেজাউল ইসলাম খানসহ চার শিক্ষার্থী। আজ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে গত ৯ আগস্ট বেসরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী মেডিক্যাল কলেজ এবং বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি এর ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই আবেদনের বাদী ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক খন্দকার দিদার-উস-সালাম, একই ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র আরিফ মাহমুদ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ফরহাদ হোসেন। তাদের আইনজীবী খন্দকার দিদার-উস-সালাম জানান, বেসরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী মেডিক্যাল কলেজ এবং বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি-এর ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে গত ৪ জুলাই এনবিআর প্রজ্ঞাপন জারি করে। লতিফ সিদ্দিকীর রিট শুনানির আদেশ আজ ॥ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানি হবে কিনা এ বিষয়ে আজ আদেশ প্রদান করবেন হাইকোর্ট।
×