ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩০, ১৯ আগস্ট ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান র্(পূর্ব প্রকাশের পর) ৪৪. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া- র. পরিস্রাবণ রর. ক্লোরিনেশন ররর. পাতন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে- র. মিষ্টি আলু রর. গরুর মাংস ররর. গাজর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. এসিডিটির জন্য- র. দায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ রর. অধিক পেঁপে খাওয়া উচিত ররর. লেটুসপাতা খাওয়া উচিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবনের রং? ক) নীল খ) লাল গ) হলুদ ঘ) গোলাপি ৪৮. একজন স্ত্রীলোকের দেহের স্বাভাবিক ইগও কত হওয়া বাঞ্ছণীয়? ক) ১৮-২০ খ) ১৬-১৮ গ) ১৯-২৪ ঘ) ২০-২৫ উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * সাদিয়া শারমিন একটি সোনালী রঙের ঘড়ি কিনলো। কিছুদিন পর সে দেখল ঘড়ির সোনালী রং উঠে যাচ্ছে। ৪৯. পুরুষের ক্ষেত্রে শুক্রাণু গঠনের সময় চারটি শুক্রাণুর মধ্যে- র. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২টি অটোজোম ও একটি ঢ ক্রোমোজোম থাকে রর. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২ জোড়া অটোজোম ও একটি অ ক্রোমোজোম থাকে ররর. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২টি অটোজোম ও একটি ণ ক্রোমোজোম থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫০. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়? ক) উড়ার কাজে খ) হাঁটার কাজে গ) খাদ্য সংগ্রহের কাজে ঘ) আত্মরক্ষার জন্য সঠিক উত্তর: ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (ক)
×