ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয়: দৈনন্দিন বিজ্ঞান

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৩০, ১৯ আগস্ট ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান ১। কোন আলোতে আমাদের দর্শনক্ষমতা প্রায় শূন্য? ক) লাল খ) কমলা গ) নীল ঘ) সবুজ ২। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক) তাপশক্তিতে খ) শব্দ শক্তিতে গ) রাসায়নিক ঘ) আলোক শক্তিতে ৩। চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত? ক) কার্বোহাইড্রেট খ) স্নেহ গ) ধাতব লবণ ঘ) ভিটামিন ৪। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? ক) কুমির খ) বাদুড় গ) তিমি ঘ) হাতি ৫। সূর্যকিরণ থেকে যে ভিটামিন পাওয়া যায়Ñ ক) এ খ) সি গ) বি ঘ) ডি ৬। সর্বাধিক স্নেহজাতীয় খাদ্যÑ ক) চিনি খ) আলু গ) দুধ ঘ) ভাত ৭। যে প্রাণীর তিনটি হৃদপি- আছেÑ ক) হাঙ্গর খ) কাতল মাছ গ) কস্তুরী মৃগ ঘ) বানর ৮। নাইট্রোজেন গ্যাস থেকে যে সার উৎপন্ন হয়, তার নামÑ ক) ইউরিয়া খ) সবুজ সার গ) পটাশ ঘ) টিএসপি ৯।গ্যালভানাইজিং হলো লোহার ওপরÑ ক) দস্তার প্রলেপ খ) তামার প্রলেপ গ) গ্রিজের প্রলেপ ঘ) রঙের প্রলেপ ১০। মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কে আবিষ্কার করেন? ক) কেপলার খ) গ্যালিলিও গ) নিউটন ঘ) আর্কিমিডিস ১১। পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হওয়ার কারণÑ ক) অক্সিজেন কম থাকে খ) বায়ুর চাপ কম থাকে গ) বায়ুর চাপ বেশি থাকে ঘ) বায়ু ঠা-া থাকে ১২। কোনো বস্তুর ওজন কোথায় বেশি থাকে? ক) খনির ভিতর খ) পাহাড়ের ওপর গ) মেরু অঞ্চলে ঘ) বিষুব অঞ্চলে ১৩। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচÑ ক) কম হয় খ) অনেক কম হয় গ) একই হয় ঘ) বেশি হয় ১৪। কচুশাকে বেশি থাকেÑ ক) আয়োডিন খ) ক্যালসিয়াম গ) ভিটামিন ঘ) লৌহ ১৫। ডিমে কোন ভিটামিন নেই? ক) এ খ) বি-৬ গ) সি ঘ) ডি ১৬। সবচেয়ে হালকা ধাতুÑ ক) হাইড্রোজেন খ) লিথিয়াম গ) রেডিয়াম ঘ) ব্রোমিন ১৭। এক অশ্বশক্তি (ঐচ) =কত? ক) ১০০ ওয়াট খ) ৭৬৪ ওয়াট গ) ৭৪৬ ওয়াট ঘ) ৬৭৪ ওয়াট ১৮। নবায়নযোগ্য জ্বালানিÑ ক) পেট্রোল খ) কয়লা গ) পরমাণু শক্তি ঘ) প্রাকৃতিক গ্যাস ১৯। যেটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগ সৃষ্টি করে? ক) ভাইরাস খ) ব্যাকটেরিয়া গ) সিগেলামনি ঘ) কোনটাই নয় ২০। বৈদ্যুতিক ক্ষমতার এককÑ ক) ওয়াট খ) ওহ্ম গ) এ্যাম্পিয়ার ঘ) ভোল্ট ২১। পৃথিবী তৈরীর প্রধান উপাদান হচ্ছেÑ ক) এ্যালুমিনিয়াম খ) সিলিকন গ) হাইড্রোজেন ঘ) কার্বন ২২। ঊ=সপ২ সূত্রের আবিষ্কারকÑ ক) আর্কিমিডিস খ) গ্যালিলিও গ) নিউটন ঘ) আইনস্টাইন ২৩। হৃদপি-ের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়Ñ ক) সিস্টোল খ) ডায়াস্টোল গ) উভয়টিই সত্য ঘ) কোনটিই নয় ২৪। দেহের রেচনতন্ত্রের সহায়তা করে কোন অঙ্গটি? ক) যকৃত খ) পাকস্থলী গ) বৃক্ক ঘ) ফুসফুস ২৫। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? ক) ৯৮.৪০ ফারেনহাইট খ) ৯০.৮০ ফারেনহাইট গ) ১০০.৫০ ফারেনহাইট ঘ) ৯৯০ ফারেনহাইট উত্তরমালা : ১। ক ২। খ ৩। ক ৪। ক ৫। ঘ ৬। গ ৭। ক ৮।ক ৯। ক ১০। গ ১১। খ ১২। গ ১৩।গ ১৪। ঘ ১৫। গ ১৬। খ ১৭। গ ১৮। গ ১৯। খ ২০। ক ২১। খ ২২। ঘ ২৩। খ ২৪। গ ২৫। ক
×