ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বড়দহ ব্রিজ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪২, ১৯ আগস্ট ২০১৫

ভিডিও কনফারেন্সের  মাধ্যমে বড়দহ ব্রিজ  আজ উদ্বোধন  করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ আগস্ট ॥ গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জসহ এতদাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেতু ‘বড়দহ ব্রিজ’ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বড়দহ সেতু উদ্বোধনের অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আগে উন্নয়নমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ২৫৩ দশমিক ৫৬ মিটার দীর্ঘ এবং ৬ দশমিক ১ মিটার প্রস্থসহ ৭ স্প্যান বিশিষ্ট এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা। সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১৯৯৭ সালে এই সেতুটির কাজ শুরু হয়ে ১৮ বছর পর বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে সম্প্রতি এর নির্মাণ কাজ শেষ করা হয়। সেতুটি নির্মাণের ফলে গাইবান্ধার সঙ্গে গোবিন্দগঞ্জের দূরত্ব ১০ কিলোমিটার কমে যাবে।
×