ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ আগস্ট ২০১৫

দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকতে হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সব দলেই কিছু সংখ্যক সুবিধাভোগী নেতাকর্মীর আগমন ঘটে। ব্যক্তিস্বার্থ হাসিল এবং ধ্বংসাত্মক কর্মকা- ঘটিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে তারা দলে ভিড় জমায়। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা আবার নিজেদের খোলস পাল্টায়। এ ধরনের লোকদের বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। তাদের সঠিক পরিচয় ও উদ্দেশ্য চিহ্নিত করতে ব্যর্থ হলে তারা এক সময় দলের জন্য কাল হয়ে দাঁড়ায়। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম রুহুল হক, বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, বিএমএর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ এম আব্দুল আজিজ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক(হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক মোঃ ডাঃ সামিউল ইসলাম সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
×