ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিং

৫ হাজার টাকা লেনদেনে ছবি তোলা নয়

প্রকাশিত: ০৪:৩৪, ১৯ আগস্ট ২০১৫

৫ হাজার টাকা লেনদেনে ছবি তোলা নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আপত্তির প্রেক্ষাপটে ৫ হাজার বা এর বেশি টাকা লেনদেনে এজেন্টের মাধ্যমে ছবি তুলে রাখার যে নির্দেশনা দেয়া হয়েছিল তা স্থগিত করল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ব্যাংক কর্তৃক জারিকৃত এক সার্কুলারে এ তথ্য মোবাইল ব্যাংকিং লেনদেনকারী সকল প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয়েছে। এর আগে মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে পাঁচ হাজার বা এর বেশি টাকা পাঠানো (ক্যাশ ইন) ও উত্তোলন (ক্যাশ আউট) হলেই এজেন্ট ওই লেনদেনকারীর ছবি তুলে তথ্য সংরক্ষণ করবে বলে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী কোম্পানিগুলো এ প্রক্রিয়াটি প্রয়োগ করা কঠিন হবে বলে তা বাতিলের পক্ষে দাবি জানিয়েছিল। সেখানে থেকেই এটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। নতুন করে দেয়া এ সার্কুলারে শুধু ছবি তোলার বিষয়টি স্থগিত করা হলেও কেওয়াইসি সম্পর্কে যে সব নির্দেশনা দেয়া হয়েছিল তা একইভাবে রাখা হয়েছে। তথ্যের গরমিল করে কেউ যাতে বিভিন্ন ধরনের অপব্যবহার ও অপরাধ সংঘটিত করতে না পারে এজন্য যে সকল ব্যবস্থা নিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে- গ্রাহকের কেওয়াইসিতে প্রদত্ত তথ্যের সাঙ্গে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একই রকম এবং নির্ভুল করার লক্ষ্যে সকল গ্রাহকের মোবাইল সিম আগামী ৬ (ছয়) মাসের মধ্যে নতুন করে বা পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। পুনরায় রেজিস্ট্রেশন সম্পাদনান্তে এর প্রমাণকের কপি এজেন্টের মাধ্যমে সংগ্রহপূর্বক তা যাচাই ও সংরক্ষণ করতে হবে। গ্রাহকদের সিম নতুন করে বা পুনরায় রেজিস্ট্রেশন সফল করার লক্ষ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম গ্রহণের করতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারী প্রতিষ্ঠান সমূহের গৃহীত ব্যবস্থাদি আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে এবং পরবর্তী ছয় মাস মাসিক ভিত্তিতে এ বিষয়ক অগ্রগতি প্রতিবেদন প্রেরণের (প্রতি মাসের বিবরণী পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে) জন্য নির্দেশ দেয়া হয়েছে।
×