ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত চুরির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ আগস্ট ২০১৫

বিদ্যুত চুরির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত চুরির দায়ে রাজধানীর চার প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিশেষ টাস্কফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এই জরিমানা আদায় করা হয়। এ সময় সোয়া দুই কোটি টাকার রাজস্বও আদায় করা হয়। ডিপিডিসি’র সচিব ও স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। বিদ্যুত চুরির দায়ে জরিমানা করা হয়েছে কামরাঙ্গীরচরের জাহাঙ্গীর প্লাস্টিক ইন্ডাস্ট্রি, পোস্তা গোলার আরপিসি প্লাস্টিক, মগবাজারের মেলডী হোমস ডেভেলপার ও বংশালের আজোয়ান ওয়াটার সাপ্লাইকে। মিটার টেম্পারিংয়ের মাধ্যমে দেড় লাখ ইউনিট বিদ্যুত সম্পদ চুরির অপরাধে অপরাধীদের দ-িত করে ২৯ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানগুলোর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দ-িতদের মধ্যে রয়েছে আইনজীবী, সরকারী কর্মকর্তা, বিল্ডার্স ও ব্যবসায়ী। এদিকে বিদ্যুত চুরির মামলায় ‘হাজী তমিজউদ্দিন’ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ এবং সালাউদ্দিন ড্যানী মাতব্বর ও হাজী মাহবুবুর রহমান নামক অপর দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে টাস্কফোর্সের অভিযানে বকেয়াসহ সোয়া দুই কোটি টাকা রাজস্ব আদায় ও ৪ জন গ্রাহকের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
×