ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রকিবুরের জামিন বহাল শুনানি ৩০ আগস্ট

প্রকাশিত: ০৬:৫২, ১৮ আগস্ট ২০১৫

রকিবুরের জামিন বহাল শুনানি ৩০ আগস্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার কারসাজির মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমানের রায়ের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ আগস্ট। আর এ সময় পর্যন্ত তার জামিন বহাল রেখেছেন আদালত। সোমবার বিকেলে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স ভবনে অবস্থিত পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের শুনানি অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৯৯৬ সালের কেলেঙ্কারি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আর মামলার অপর সাক্ষী বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মনিরউদ্দিন আহমেদ অনুপস্থিত ছিলেন। এ সময় ২য় সাক্ষীকে আগামী ৩০ আগস্ট উপস্থিত থাকার জন্য আদেশ দিয়েছেন আদালত। আসামির পক্ষের আইনজীবী ছিলেন মাহবুবুর রহমান। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন মাসুদ রানা খান।
×