ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুয়া, টঙ্গীবাড়ি ও বাউফলে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ আগস্ট ২০১৫

কচুয়া,  টঙ্গীবাড়ি ও বাউফলে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৭ আগস্ট ॥ একই বাড়ির তিন শিশু পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৌরসভার করইশ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাসুদ মিয়ার ছেলে মাহফুজ (৮) ও শাহআলম মিয়ার মেয়ে সানজিদা (৫) তিন বন্ধু মিলে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় তাদের অপর বন্ধু পুকুর থেকে উঠে এসে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে। স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, উপজেলার ধীপুর গ্রামে সোমবার দুপুরে পানিতে ডুবে ইয়াছিন (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দুপুরে নিজ আঙিনায় খেলা করতে গিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সে ধীপুর গ্রামের মিলন সেখের ছেলে। নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, পানিতে ডুবে আফসানা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই দিন সকাল ৯টার দিকে আফসানা খেলতে গিয়ে ঘরের সামনে পুকুরের পড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। আফসানা বাউফল পৌর শহরের ৭নং ওয়ার্ডের সাইফুল সিকদারের ছোট মেয়ে। কচুয়ায় স্কুলে হামলার ঘটনায় আটক ১০ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৭ আগস্ট ॥ কচুয়ায় চাঁদা না দেয়ায় ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত এজাহার নামীয় মোজাম্মেল হকসহ ১০ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, আলাউদ্দিন, সবুজ, অজি উল্লা, মনির হোসেন, লিটন, নূরজাহান, শাবানা বেগম, পপি আক্তার ও ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন। রবিবার রাতে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ফারুক, লিটন ও মনিরসহ আট ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন। সোমবার সিনিয়র এএসপি সার্কেল আব্দুল হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিসিএসআইআরে জাতীয় শোক দিবস বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফএসটি সেমিনার কক্ষে রবিবারে অনুষ্ঠিত হয় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন নজরুল ইসলাম, চেয়ারম্যান বিসিএসআইআর। -বিজ্ঞপ্তি অগ্রণী ব্যাংক রবিবার মতিঝিল অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আবদুল হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান, মিজানুর রহমান খান, কাজী সানাউল হক, মহাব্যবস্থাপক আলী হোসেন প্রধানিয়া, কামারুজ্জামান, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ’র সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ উর্ধতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি এনইউবি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর এ ওয়াই এম আব্দুল্লাহ, পিএইচডি। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ ডব্লিউ এম. আব্দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, আনোয়ার হোসেন, প্রফেসর ড. এম. শামসুল হক, সহযোগী ডীন প্রফেসর ড. খন্দকার সাফায়েত হোসেন। -বিজ্ঞপ্তি
×