ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের আলোচনায় রিহানা

প্রকাশিত: ০৪:১৩, ১৮ আগস্ট ২০১৫

ফের আলোচনায় রিহানা

সংস্কৃতি ডেস্ক ॥ গানের চেয়ে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপনের জন্য বরাবরই আলোচিত পপ তারকা রিহানা। এই শিল্পীর অন্যতম পছন্দের সাজ ট্যাটু। এবার নিজের জন্ম সালও ট্যাটুর মাধ্যমে শরীরে এঁকে রাখলেন তিনি। রিহানার জন্ম ১৯৮৮ সালে। তাই পায়ের গোড়ালিতে ট্যাটুর মাধ্যমে খোদাই করে রাখলেন নিজের জন্ম সাল। আর সেই ছবি অনুরাগীদের জন্য শেয়ারও করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে দেখা গেছে, ডান পায়ে সাদা জুতো ফিতে দিয়ে বাঁধা। পায়ে পরা রয়েছে সরু চেনের মতো কয়েকটি গয়না। ঠিক তার ওপরেই বেশ কায়দা করে ‘১৯৮৮’ সংখ্যাটি ট্যাটু করা রয়েছে। নিউইয়র্কের ব্যাঙ ব্যাঙ স্টুডিও থেকে এই ট্যাটুটি করিয়েছেন ২৭ বছর বয়সী এই শিল্পী। এর আগেও শরীরের বিভিন্ন অংশে এই জায়গা থেকেই ট্যাটু করিয়েছেন তিনি। এ বার ট্যাটুর হাত ধরে ফের প্রচারের আলোয় এলেন রিহানা। ফের ‘লাইফ ইজ বিউটিফুল’ সংস্কৃতি ডেস্ক ॥ প্রায় দুই বছরেরও বেশি সময় পর নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’-এর প্রদর্শনী হতে যাচ্ছে আজ। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় এটি মঞ্চায়ন হবে। এ উপলক্ষে রয়েছে আনুষ্ঠানিকতা। শুরুতে দেশীয় মূকাভিনয় শিল্পের প্রসারে অবদানের জন্য তিনজনকে মাইম আর্ট সম্মাননা-২০১৫ দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও আবৃত্তিশিল্পী মীর বরকত। সন্ধ্যা ৭টায় রয়েছে মাইম আর্টের প্রথম প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’। এটি রচনা, নির্দেশনা ও একক অভিনয়ে রয়েছেন নিথর মাহবুব। মাইম শিল্পী নিথরের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
×