ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৬, ১৭ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২০. ঢাকার চমৎকার ইমারত কোনটি? ক) জহুরুল হক হল খ) সলিমুল্লাহ হল গ) কার্জন হল ঘ) সূর্যসেন হল ২১. সুনামির অর্থ কী? ক) ঘূর্ণিঝড় খ) অতিমাত্রায় ভূমিকম্প গ) সমুদ্রতীরের ঢেউ ঘ) জলোচ্ছ্বাস ২২. কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে- র. আমদানি বাড়বে রর. কর্মসংস্থানের সৃষ্টি হবে ররর. উৎপাদন বাড়বে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ২৩. দুর্যোগ পরবর্তী প্রথম করণীয় কী? ক) খরা মোকাবিলার প্রস্তুতি নেয়া খ) নদীভাঙন রোধ করা গ) আশ্রয়কেন্দ্র তৈরি করা ঘ) ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা ২৪. আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচলনার মূলনীতি কয়টি? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি ২৫. বিচার বিভাগের কাজ হলো- র. আইন তৈরি করা রর. দুষ্টের দমন করা ররর. অপরাধীর শান্তি প্রদান করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ২৬. চাকমারা কোন ধর্মের অনুসারী? ক) ইসলাম খ) বৌদ্ধ গ) খ্রিস্টান ঘ) জৈন ২৭. মানুষের কর্মকা-ের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয় তার নাম কী? ক) কর্ম দুর্যোগ খ) অকর্ম দুর্যোগ গ) প্রাকৃতিক দুর্যোগ ঘ) মানব সৃষ্ট দুর্যোগ ২৮. শাসন বিভাগের প্রধান কে? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) সংস্থাপন সচিব ঘ) মন্ত্রিপরিষদ সচিব ২৯. ইংরেজরা ১৮৫৭ সালের বিদ্রোহকে কী বলত? ক) সশস্ত্র বিদ্রোহ খ) সিপাহি বিদ্রোহ গ) স্বাধীনতার যুদ্ধ ঘ) যুদ্ধ ৩০. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়- র. ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে রর. শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ররর. নিয়মিত মিছিল মিটিঙে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩১. সামাজিককরণ কীরূপ প্রক্রিয়া? ক) স্থিতিশীল খ) চলমান গ) জটিল ঘ) স্থির ৩২. মুক্তিযুদ্ধকালীন সময়ে নোয়াখালী কত নম্বর সেক্টরের আওতাধীন ছিল? ক) এক নম্বর খ) দু’নম্বর গ) তিন নম্বর ঘ) চার নম্বর ৩৩. যে কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে- র. জনসংখ্যার বিস্ফোরণ রর. বৃক্ষ নিধন ররর. আবিষ্কার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৪. কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন? ক) প্রধানমন্ত্রী খ) মন্ত্রিপরিষদ গ) রাষ্ট্রপতি ঘ) আইনমন্ত্রী ৩৫. বাংলাদেশের মতো উন্নয়শীল দেশের কোন মাধ্যম জনশিক্ষার একটি প্রধান মাধ্যমে? ক) টেলিভিশন খ) রেডিও গ) সংবাদপত্র ঘ) চলচ্চিত্র ৩৬. রবার্ট ক্লাইভ বাংলায় কিছুকাল কোন শাসন চালিয়েছিলেন? ক) সামরিক শাসন খ) দ্বৈত শাসন গ) সামন্ত শাসন ঘ) একনায়ক শাসন ৩৭. পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয় ‘৭১ সালের কত তারিখে? ক) ২৫ মার্চ খ) ২৬ মার্চ গ) ২৭ মার্চ ঘ) ২৮ মার্চ ৩৮. কাদের সূত্রে বাংলার রাজদরবারের ভাষা হয় ফারসি? ক) সেনদের সূত্রে খ) পালদের সূত্রে গ) সুলতানিদের সূত্রে ঘ) আফগানদের সূত্রে ৩৯. ইউরোপের কোন কোন দেশে অর্থনীতি তেজি হয়ে উঠেছিল কারণ- র. খনিজ সম্পদের আবিষ্কার রর. সামুদ্রিক বাণিজ্যের বিস্তার ররর. কারিগরি ও বাণিজ্যিক বিকাশ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪০. বর্তমান বিশ্বে কতগুলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে? ক) ১৯৪টি খ) ১৯৫টি গ) ১৯৬টি ঘ) ১৯৭টি ৪১. আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত? ক) ঢাকার নবাবদের খ) সেনাপতির গ) বণিকদের ঘ) ঢাকার নায়েবদের ৪২. সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমের নাম কী? ক) সভা সমাবেশ খ) পত্রিকা গ) রেডিও ঘ) টেলিভিশন ৪৩. পৃথিবীতে মানুষ তার জীবনকে করেছে- র. বসবাসের অনুপযুক্ত রর. সুখী ররর. স্বাচ্ছন্দ্যময় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৪৪. শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য চিত্তবিনোদন কেন্দ্র স্থাপনে যে উদ্যোগ গ্রহণ করা আবশ্যক- ক) সরকারী খ) বেসরকারী গ) সরকারী ও বেসরকারী ঘ) ব্যক্তিকেন্দ্রিক ৪৫. ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালায়- র. ইকবাল হলে রর. জগন্নাথ হলে ররর. ঢাকা হলে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৬. স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠার ঘোষণা দেয় কোন কমিটি? ক) শান্তি কমিটি খ) ছাত্রলীগ গ) ছাত্র সংগ্রাম পরিষদ ঘ) সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটি ৪৭. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত? ক) সংসদ সদস্যদের খ) আইনজীবীদের গ) বিচারপতিদের ঘ) আইন প্রয়োগকারীদের উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও এক ভাষাবিদের গবেষণায় জানা যায়, দেড় হাজার বছর আগে বৌদ্ধ সাধকরা যা লিখেছিলেন তাই হলো বাঙালীর প্রথম সাহিত্যকর্ম। ছাড়াও বিভিন্ন সময়ে রচিত কাব্যকাহিনী, পুঁথিসাহিত্য এবং বিখ্যাত লেখকদের অবদান বাংলা সাহিত্যের বিখাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪৮. নারী শিক্ষার প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ কোনটি? ক) মঙ্গলকাব্য খ) কীর্তন গ) চর্যাপদ ঘ) পুঁথিসাহিত্য ৪৯. আমেরিকার নেতৃত্বে গঠিত সংস্থা কোনটি? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৫০. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর
×