ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বনবিভাগের আবাসিক ক্যাম্পাসে ডাকাতি

প্রকাশিত: ০৬:০৭, ১৭ আগস্ট ২০১৫

গাজীপুরে বনবিভাগের আবাসিক ক্যাম্পাসে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ আগস্ট ॥ গাজীপুর শহরের ভুরুলিয়ায় শনিবার রাতে বনবিভাগের আবাসিক ক্যাম্পাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের এলোপাতাড়ি কোপে ও মারধরে বন্যপ্রাণী রক্ষক অজয় কুমার বিশ^াস ও তার স্ত্রী শ্যামলী বালা গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অজয় কুমার বিশ^াসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী শ্যামলী বালাকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনবিভাগের ভাওয়াল রেঞ্জ অফিসার শাহ্ মোহাম্মদ হোসেন ও এলাকাবাসী জানায়, ভুরুলিয়া এলাকায় বনবিভাগের আওতাধীন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ঢাকা বিভাগীয় আবাসিক ক্যাম্পাসে শনিবার গভীর রাতে হাফ প্যান্ট ও মুখোশ পরা সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ওই আবাসিক এলাকার বন্যপ্রাণী রক্ষক অজয় কুমার বিশ^াসের বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারে সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে। এ সময় বাধা দেয়ায় তারা অজয় কুমার বিশ^াস ও তার স্ত্রী শ্যামলী বালাকে এলোপাতাড়ি মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
×