ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে মানববন্ধনে পুলিশের বাধা

প্রকাশিত: ০৬:০৬, ১৭ আগস্ট ২০১৫

মাদারীপুরে মানববন্ধনে  পুলিশের বাধা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ আগস্ট ॥ মাদারীপুরে ৮ম শ্রেণীর দুই শিক্ষার্থীকে নির্যাতন শেষে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন পুলিশী বাধায় প- হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এএইচ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ালে পুলিশ তাতে বাধা দেয়। মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ এবং শিক্ষকসহ মানববন্ধনে দাঁড়ানো শিক্ষার্থীদের লাঞ্ছিত করে। মাদারীপুর সদর থানার এসআই শ্যামল ঘোষ জানান, পুলিশ ও প্রশাসনের কোন অনুমতি না থাকায় বাধা দেয়া হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান জানান, ‘কোন অন্যায় কিংবা হত্যাকা-ের প্রতিবাদে মানববন্ধনে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না।’ বৃহস্পতিবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও হ্যাপীকে চার বখাটে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর তাদেরকে বিষ খাইয়ে সদর হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
×