ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেরোবিতে কর্মকর্তাকে কর্মচারীদের মারধর

প্রকাশিত: ০৬:০৪, ১৭ আগস্ট ২০১৫

বেরোবিতে কর্মকর্তাকে কর্মচারীদের মারধর

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, মামলা চালানোর খরচ চেয়ে না পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী ও তার এক কর্মচারীকে রেজিস্ট্রারের সামনে মারধর করেছে বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তা প্রহরীরা। এছাড়া তারা ওই কর্মকর্মতার অফিস কক্ষ ভাংচুর করেছে। রবিবার দুপুরে এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে অন্যান্য শিক্ষক ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে উপাচার্যপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং উপাচার্যবিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নানা বিষয়ে আন্দোলন সংগ্রাম চলাকালে একটি পক্ষ ওই নিরাপত্তা প্রহরীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এর প্রেক্ষিতে সে সময় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম বাদী হয়ে দুই কর্মকর্তা ও ৩ কর্মচারীকে আসামি করে থানায় একটি মামলা করেন। রবিবার ছিল ওই মামলায় আদালতে হাজিরা দেয়ার তারিখ। হাজিরা শেষে দুপুরে ওই কর্মচারীরা তথ্য ও জনসংযোগ কর্মকর্তার কক্ষে গিয়ে তার কাছে মামলা বা হাজিরা খরচের টাকা দাবি করে।
×