ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কচুয়ায় উপবৃত্তির টাকার অংশ দাবি

শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা

প্রকাশিত: ০৬:০৩, ১৭ আগস্ট ২০১৫

শিক্ষক শিক্ষার্থীদের  ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৬ আগস্ট ॥ কচুয়ায় চাঁদা না দেয়ায় ভুইয়ারা হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর রবিবার হামলা করেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, সন্ত্রাসী মনির, লিটন, ফারুক শুক্রবার রাতে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের নিকট উপবৃত্তির টাকার একটি অংশ চাঁদা দাবি করে এবং শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। টাকা না দেয়ায় পরদিন শনিবার বিদ্যালয়ে গিয়ে সন্ত্রাসী ফারুক, লিটন ও মনির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারকে বেধড়ক মারধর করে। রোববার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককের ওপর হামলার ঘটনা শুনে বিক্ষোভে ফেটে পড়ে। ছাত্র-ছাত্রীরা সন্ত্রাসীদের শাস্তির দাবি করে মিছিল বের করলে সন্ত্রাসী ফারুক, লিটন ও মনির দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় অন্তত ৫০ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
×