ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোলিং অনুশীলনে সালমারা

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ আগস্ট ২০১৫

 বাংলাদেশ মহিলা  ক্রিকেট দলের  পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবারই শেষ হয়ে যাওয়ার কথা বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। শেষদিনে মহিলা ক্রিকেটাররা বোলিং অনুশীলনও করলেন। এরপর চূড়ান্ত দল ঘোষণার কথা। সেই দল অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও নবেম্বর-ডিসেম্বরে টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য প্রস্তুতি শুরু করে দেবে। প্রাথমিক দলে সালমা খাতুন, রিতু মণি, জাহানারা আলম, লিলি রানী বিশ্বাস, ফারজানা হক পিংকি, তিথি রানী সরকার, রুমানা আহমেদ, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), লতা ম ল, শারমিন সুলতানা, আয়েশা রহমান শুকতারা, রুবাইয়া হায়দার, পান্না ঘোষ, নিগার সুলতানা (উইকেটরক্ষক), শায়লা শারমিন, তাজিয়া আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, নাজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), শরিফা খাতুন, শারমিন আক্তার শুপ্তা, সুমনা আক্তার, সানজিদা ইসলাম, সুরাইয়া আজমিন, খাদিজাতুল কুবরা ও জান্নাতুল ফেরদৌস আছেন। এদের থেকেই সেরা ১৫ জন ঘোষণা করা হবে। মূল স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু হবে ১৯ আগস্ট। শেষপর্যন্ত যদি পাকিস্তানে যাওয়া হয়, চূড়ান্ত দলের ১৫ জনই যাবেন। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও ১ টি২০ ম্যাচের সিরিজ খেলা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এখনও নিরাপত্তা নিয়ে নিশ্চিত কোন কিছুই হয়নি। এরপর আবার সরকারের সবুজ সঙ্কেতের বিষয়ও আছে। তবে পাকিস্তান সিরিজ হোক না হোক, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব আছে। এ জন্য চলছে পুরোদমে অনুশীলন। নিজেদের ফিট রাখতে জিম, রানিং করে চলেছেন সালমা খাতুনরা। রবিবার বোলিং অনুশীলনও করলেন। এ বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে ৫ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচ খেলবে সফরকারীরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। হোম সিরিজের পর নবেম্বরের শেষের দিকে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ব্যাঙ্কক যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাকা হয়েছে ২৬ ক্রিকেটারকে। কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়ে গেছে। এখন চূড়ান্ত দলে স্থান করে নেয়ার পালা।
×