ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পে দক্ষ জনশক্তি বাড়ানোর তাগিদ

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ আগস্ট ২০১৫

কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পে দক্ষ জনশক্তি বাড়ানোর তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষ জনশক্তি তৈরির তাগিদ দেয়া হয়েছে। বলা হয়েছে বাংলাদেশে কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু একে কাজে লাগানো যাচ্ছে না শুধু উদ্যোক্তার অভাবে। এসএমই কম্পিটিটিভনেস গ্রান্ট স্কিম অব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় ৫ দিনের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ তাগিদ দেন। বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এ্যাসোসিয়েশনের (বাপা) ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে এই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। রবিবার রাজধানীর ধানম-ির প্রিন্স প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি সুশান চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জুলফিকার আলী। বাপার সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাপার উপদেষ্টা মোসলেম আলী। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ দূরদৃষ্টিসম্পন্ন, যে কোন কাজ একবার ধরিয়ে দিলে তা তারা শিক্ষাগ্রহণ করে ফেলে। যা পৃথিবীর কোন জাতির পক্ষেই সম্ভব নয়। এই দ্রুত শিক্ষাগ্রহণ করার ফলে এদেশের মানুষকে প্রশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব এবং সহজ। মনের জোর থাকলে টাকা সমস্যা হয়ে দাঁড়ায় না। তাছাড়া ইচ্ছাশক্তির কাছে সবকিছু হার মেনে যায়।
×