ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ আগস্ট ২০১৫

অটোয়ায় বাংলাদেশ  হাই কমিশনে জাতীয়  শোক দিবস পালন

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস শনিবার পালন করা হয়েছে। দিবসের প্রথম ভাগে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহসান। এ সময় বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মসূচীর দ্বিতীয় অংশে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ঢাকা থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক আদর্শ, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন দেশ গঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব অপর্ণা রানী পাল। অটোয়া, টরন্টো এবং মন্ট্রিয়েল থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগদান করেন। Ñবিজ্ঞপ্তি
×