ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার পর দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল ঘাতকরা ॥ চসিক মেয়

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু হত্যার পর দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল ঘাতকরা ॥ চসিক মেয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশকে সাম্প্রদায়িক, জঙ্গী, সন্ত্রাসী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালিয়েছিল ঘাতকচক্র। এরপর তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টাও চালায় বহুবার। কিন্তু বাংলার মুক্তিকামী দেশপ্রেমিক জনতার প্রতিরোধে তাদের সকল অপপ্রয়াস ব্যর্থ হয়। সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হতে হবে। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার নগরীর পতেঙ্গা থানা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র বলেন, প্রতিকূল, বৈরী পরিবেশ ও ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ উন্নয়নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ, দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে সন্ত্রাস।
×