ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবলীগ কর্মী খুন

কুষ্টিয়ায় ২০ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ আগস্ট ২০১৫

কুষ্টিয়ায় ২০ জনকে  আসামি করে মামলা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৬ আগস্ট ॥ কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী সবুজ হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। রবিবার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া এ মামলায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ আসামি করা হয়েছে ২০ জনকে। পুলিশ সুপার প্রলয় চিসিম এ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সবুজের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তিনি জানান, সংঘর্ষের সময় সাজ্জাদ হোসেনের লাইসেন্স করা শটগান ব্যবহার করায় তার শটগান ও ৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এরপর তার শটগানের লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। শনিবার জাতীয় শোক দিবসে র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ গ্রুপের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গ্রুপের এই সংঘর্ষ হয়। এতে যুবলীগ কর্মী সবুজ হোসেন ছুরিকাঘাতে নিহত হন। এ সময় ছুরিকাঘাতে আরও আহত হন যুবলীগ নেতা বিদ্যুৎ ও আমজুল। তাদের শনিবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাতীয় শোক দিবসে সংঘর্ষের এ ঘটনায় রবিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেককে প্রত্যাহার করা হয়।
×