ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধিতে সেরা পাট খাত

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ আগস্ট ২০১৫

দর বৃদ্ধিতে সেরা পাট খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর (রিটার্ন) বেড়েছে ৪ খাতে। দর বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে জুট বা পাট খাত। এই খাতে ১৫ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে। শেলটেক ব্রোকারেজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বস্ত্র খাতে ১ দশমিক ২০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা প্রকৌশল খাতে দশমিক ৯০ শতাংশ এবং ট্যানারি ইন্ডাস্ট্রিজে দশমিক ৩০ শতাংশ দর বেড়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে দর কমেছে অবশিষ্ট ১৬ খাতে। এর মধ্যে পেপার এ্যান্ড প্রিন্টিং খাতে দশমিক ৬০ শতাংশ, সিরামিক, ওষুধ ও রসায়ন এবং ভ্রমণ খাতে দশমিক ৭০ শতাংশ করে, আর্থিক খাতে দশমিক ৮০ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৯০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×