ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে কর আদায় বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে কর  আদায় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের তুলনায় তারল্য প্রবাহ বাড়তে শুরু করেছে। শেয়ার বেচা-কেনার হার আগের তুলনায় বেড়ে যাওয়ায় প্রধান বাজারের কর আদায়ও বেড়েছে। চলতি বছরের জুলাই মাসে ডিএসইর কর আদায় হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৮ শতাংশ বেশি। যার পরিমাণ প্রায় ৯ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৭৭ টাকা। অন্যদিকে, তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর ও প্লেসমেন্ট শেয়ার বিক্রিতেও কর আদায়ের পরিমাণ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরের জুলাই মাসে যেখানে কর আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা, তা চলতি বছরে প্রায় ২৬ শতাংশ বেড়ে ৩ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা হয়েছে। স্পন্সরদের শেয়ার বিক্রির ওপরও ২০১৩-১৪ অর্থবছরের পর ২০১৪-১৫ তে এসে কর আদায়ে বিশাল ধস নেমেছিল। উভয় ধরনের শেয়ার বিক্রিতে কর আদায়ের পরিমাণ বাড়াতে হাউসগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২০১৪ সালের জুলাই মাসে ডিএসই আয়কর আদায় করেছিল প্রায় ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা। যা এর আগের বছরের অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় প্রায় ৭৩ শতাংশ কমে এসেছিল। ওই বছরে ডিএসই আয়কর আদায় করেছিল প্রায় ১৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা। এরপর চলতি বছরে কর আদায়ে এ উত্থান বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
×