ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেয়ার্নের শুরু দারুণ জয়ে

প্রকাশিত: ০৬:২১, ১৬ আগস্ট ২০১৫

বেয়ার্নের শুরু দারুণ জয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বড় জয় দিয়েই যাত্রা শুরু করেছে বেয়ার্ন মিউনিখ। ৫৩তম বুন্দেস লীগার প্রথম ম্যাচেই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা রীতিমতো উড়িয়ে দিয়েছে হামবুর্গকে। শুক্রবার রাতে থমাস মুলারের জোড়া গোলের সৌজন্যে নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে পেপ গার্ডিওলার বেয়ার্ন মিউনিখ ৫-০ ব্যবধানে হারিয়েছে হামবুর্গকে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে চতুর্থ শিরোপা জয়ের অনেক বড় একটি কারণ, তাদের শক্তিশালী ঘরোয়া ফুটবল কাঠামো, যা কিনা আবার অনেকটাই নির্ভরশীল তারকায় পরিপূর্ণ দল বেয়ার্ন মিউনিখের ওপর। ঘরোয়া ফুটবলের ৫৩তম আসরেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তাদের। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নিজেদের মাঠ এ্যালিয়াঞ্জ এ্যারেনায় খেলতে নেমেছিল গার্ডিওলার শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে হামবুর্গের রক্ষণদুর্গকে ব্যস্ত রেখেছিল বর্তমান চ্যাম্পিয়নরা, যার ফলাফলটাও আসে খুব দ্রুত। প্রথমার্ধের ২৭ মিনিটে জাবি এ্যালনসোর বাড়ানো বলে দলকে প্রথম গোল উপহার দেন মেদহি বেনাটিয়া। এরপর ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে বেয়ার্নের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রবর্তো লেভানডোস্কি। এর ১৬ মিনিট পর আবারও হামবুর্গের দুর্গে হানা দেয় গার্ডিওলার শিষ্যরা। অভিষিক্ত ডগলাস কোস্তার বাড়িয়ে দেয়া বলে গোল করেন থমাস মুলার। সেই গোলের রেশ কাটতে না কাটতেই পোলিশ তারকা লেভানডস্কির সহায়তায় নিজের জোড়া গোল করেন বেয়ার্নের জার্মান স্ট্রাইকার মুলার। আর ম্যাচের শেষ মুহূর্তে ৮৭ মিনিটে রাফিনহার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক গোল করে অভিষেক ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন ডগলাস কোস্তা। সেই সঙ্গে ৫-০ গোলের বড় জয় নিয়েই লীগের প্রথম ম্যাচ শেষ করে পেপ গার্ডিওলার দল। এদিকে, দীর্ঘদিন পর প্রথমবারের মতো মেসিকে নিয়ে মুখ খুললেন বেয়ার্নের কোচ। যে গার্ডিওলাই মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সেই কোচের এমন বক্তব্যে হতবিহ্বল ফুটবলবিশ্ব। তিনি জানালেন, লিওনেল মেসিই একমাত্র খেলোয়াড় যে নাকি গার্ডিওলাকে সম্মান করতেন না। যা বলতেন তা করতেন না! গত তিন মৌসুম ধরেই বুন্দেসলীগায় এককভাবে রাজত্ব করছে বেয়ার্ন। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জার্মান ইতিহাসের একমাত্র দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা। লক্ষ্যটা কঠিন, তবে সহজও। কারণ শক্তিশালী বেয়ার্ন এবার নিজেদের আরও বেশি শক্তিশালী করেছে আর্তুরো ভিদাল আর ডগলাস কোস্তাকে দলে ভিড়িয়ে। তবে কোচ হিসেবে জাত চ্যাম্পিয়ন গার্ডিওলা। এ বিষয়ে কোন সন্দেহ নেই। তাই শিষ্যদের আগে থেকেই সতর্কবার্তা দিয়ে দিলেন তিনি। আর সতর্কবার্তার সেই ক্লাসেই উদাহরণ টেনে আনলেন মেসিকে!
×