ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহেদ-প্রভার ‘কমিশন’

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ আগস্ট ২০১৫

শাহেদ-প্রভার ‘কমিশন’

‍সংস্কৃতি ডেস্ক ॥ আহসান হাবিবের রচনা এবং খায়রুল পাপনের পরিচালনায় ‘কমিশন’ নামের একটি নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান ও সাদিয়া জাহান প্রভা। নাটকে আরও অভিনয় করেছেন, চিত্রলেখা গুহ। নাটকের কাহিনীতে দেখা যাবে রূপালী জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে অনেক শীল পাটা ক্ষয় করে ফেলেছে শরবতী বেগম। কিন্তু কোন কাজ হয়নি। আশায় দিন চলে যায় স্বপ্নে রাতে যেন শেষ হয়েছে শরবতী বেগমের। কালের চক্রে ভরা নদী শূন্যে আর শূন্যে নদী ভরা হয়েছে বহুবার, কিন্তু শরবতী বেগমের স্বপ্নের নদীতে যেন জোয়ার আসেনি একবারও। তাই মনের কষ্ট মনে জমা রেখে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছে সংসারী হয়ে শরবতী। ছেলের মা হয়ে ভেবেছে ছেলেকে দিয়ে তার সুপ্ত বাসনা পূর্ণ করবে। কিন্তু বিধিবাম ছেলে ডন টুনটুনিকে ভালবাসে বিয়ে করে সব আশাতে যেন জল ঢেলে দিয়েছে শরবতী বেগমের। শেষ চেষ্টা হিসেবে মৃত ননদের মেয়ে দুলালীকে নানা ছলেকলে নিয়ে আসে দুলালীর বাবার নিকট হতে। আর দুলালীকে দোলা বানানোর জন্যই বাসায় নাচের টিচার রঙ্গীলাকে নিয়োগ করে। দুলালীকে দোলা বানানোর জন্য রঙ্গীলা ও শরবতী বেগমের নানা কলা কৌশলের স্বার্থক হাস্যকর চিত্রারূপ নাটক ‘কমিশন’। নাটকটি আজ রবিবার রাত ১০-১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘কমিশন’।
×