ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে- র. অক্সিন রর. জিবেরেলিন ররর. ইথিলিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২. এসিডের সাধারণ মৌলিক পদার্থের নাম কী? ক) কার্বন খ) অক্সিজেন গ) হাইড্রোজেন ঘ) নাইট্রোজেন ৩. কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? ক) অভিসবণ খ) প্রস্বেদন গ) সালোকসংশ্লেষণ ঘ) শ্বসন ৪. ছায়াপথে রয়েছে- র. সূর্য রর. গ্রহ ররর. কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৫. কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হল- ক) ওজন খ) ত্বরণ গ) বেগ ঘ) ভর ৬. পরমাণু গঠিত- র. ইলেকট্রন দ্বারা রর. প্রোটন দ্বারা ররর. নিউট্রন দ্বারা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭. একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়? ক) খাদ্যশৃঙ্খল খ) খাদ্যজাল গ) খাদ্য পিরামিড ঘ) খাদ্য ভা-ার ৮. রোধের এস, আই, একক কোনটি? ক) ভোল্ট খ) কুলম্ব গ) ওহম ঘ) অ্যাম্পিয়ার ৯. কোনটি পচনকারী নামে পরিচিত? ক) উৎপাদক খ) বিয়োজক গ) ইউরিয়া ঘ) খাদক ১০. কোন শ্রেণির দেহ দুটি ভ্রƒণীয় কোষস্তর দ্বারা গঠিত? ক) যকৃতকৃমি খ) জোঁক গ) হাইড্রা ঘ) মলাস্কা ১১. কোন উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে? ক) যোগাযোগ খ) গোয়েন্দা গ) আবহাওয়া ঘ) পৃথিবী পর্যবেক্ষণকারী ১২. উদ্ভিদের কোন অঙ্গে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়? ক) পাতা খ) কা- গ) মূল ঘ) ফল ১৩. ভর সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়? ক) চ খ) অ গ) ত ঘ) জ ১৪. আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা কত? ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮ ১৫. নিচের কোনটিতে প্রস্বেদনের ভূমিকা লক্ষ্য করা যায়? ক) অক্সিজেন চক্র খ) কার্বন চক্র গ) নাইট্রোজেন চক্র ঘ) পানিচক্র ১৬. উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে? ক) মূল খ) ফল গ) পাতা ঘ) ফুল ১৭. আমরা কোথা থেকে খাদ্য পাই? ক) মাটি থেকে খ) বায়ু থেকে গ) প্রাণী থেকে ঘ) উদ্ভিদ ও প্রাণী থেকে ১৮. মানব চক্ষুর অংশ হলো- র. অক্ষিপট রর. তারারন্ধ্র ররর. কৃষ্ণম-ল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৯. বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়? ক) বাংলা বা ইংরেজি খ) ল্যাটিন বা উর্দু গ) ল্যাটিন বা গ্রিক ঘ) ল্যাটিন বা ইংরেজি ২০. ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়? ক) চার্জ খ) বিদ্যুৎ প্রবাহ গ) বিভব পার্থক্য ঘ) রোধ ২১. স্নায়ুতন্ত্র কয় প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২২. ভ্রƒণমূলের উপরের অংশকে কী বলে? ক) এপিকোটাইল খ) হাইপোকোটাইল গ) টেগমেন ঘ) টেস্টা ২৩. একটি অণুবীজ থলিতে সাধারণত কয়টি অণুবীজ থাকে? ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) অসংখ্য ২৪. বাস্তুতন্ত্রের জীব- উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে ২৫. বস্তুর ভর- র. অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল রর. স্থান নিরপেক্ষ ররর. একক কিলোগ্রাম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৬. কোন খাদ্যে অত্যন্ত সামান্য পরিমাণ উপস্থিত থাকে? ক) শর্করা খ) আমির গ) ভিটামিন ঘ) স্নেহ ২৭. নিচের কোনটি গুচ্ছ ফল? ক) আম খ) জাম গ) আকন্দ ঘ) সরিষা ২৮. ওজন কোন ধরনের রাশি? ক) মৌলিক রাশি খ) ভেক্টর রাশি গ) স্কেলার রাশি ঘ) ভেক্টর গুণন রাশি ২৯. কীসের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? ক) সাধারণ নিক্তি খ) দাড়িপাল্লা গ) ওয়েট মেশিন ঘ) স্পিং নিক্তি ৩০. নিউরনের প্রলম্বিত অংশ কয় প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
×