ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন করতে চায় সৌদি আরব

প্রকাশিত: ০৫:৫১, ১৬ আগস্ট ২০১৫

মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন  করতে চায় সৌদি আরব

তেলসমৃদ্ধ দেশ সৌদিআরব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে এক ধরনের রক্ষণশীল ধরি মাছ না ছুঁই পানি ধরনের দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে আসছে। অভ্যন্তরীণ স্থিতিশীলতার স্বার্থে সরাসরি কোথাও নাক গলানো থেকে এতদিন বিরত থেকেছে দেশটি। কিন্তু এই রাজতন্ত্র এখন স্পষ্টতই বহুদিনের সেই কৌশল থেকে সরে এসে নিজের শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। বেশকিছু অজানা ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না তারা। খবর বিবিসির। প্রতিবেশী ইয়েমেনে সৌদি আরব গত চার মাসের বেশি সময় ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত। সিরিয়াতে প্রেসিডেন্ট বাশারবিরোধী ইসলামপন্থী জঙ্গী গোষ্ঠীগুলোর প্রতি নাটকীয়ভাবে সাহায্য বাড়িয়েছে সৌদি আরব।
×