ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুঙ্গিপাড়ায় চাটগাঁইয়া মেজবান

প্রকাশিত: ০৬:১১, ১৫ আগস্ট ২০১৫

টুঙ্গিপাড়ায়  চাটগাঁইয়া মেজবান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক আয়োজন চট্টগ্রাম মহাগনর আওয়ামী লীগের। সেখানে ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানে আপ্যায়িত করা হবে ৩০ সহস্রাধিক মানুষকে। ক’দিন আগেই পৌঁছে যায় বাবুর্চিসহ একটি দল। মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নগর আওয়ামী লীগের এই কর্মসূচী। শুক্রবার বাদজুমা সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সুনীল সরকার, শফিক আদনান, আবদুল আহাদ, আবু তাহের, অমল মিত্র, নজরুল ইসলাম বাহাদুর, হাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, সৈয়দ আমিনুল হক, ফিরোজ আহম্মদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বাস, মাইক্রোবাস, পাজেরো এবং প্রাইভেট কারের বহর নিয়ে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।
×