ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ অপহরণকারী আটক

প্রকাশিত: ০৬:০৯, ১৫ আগস্ট ২০১৫

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ অপহরণকারী আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ অপহরণকারী ও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার ও অস্ত্র গুলি জব্দ করেছে পুলিশ। আহত ৩ অপহরণকারী হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাট যাদবপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩২), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে রহমত আলী (২৬) ও উত্তর যাদবপুরের সাখাওয়াত হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩০)। পুলিশ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঝিকরগাছা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে যশোরের দিকে আনা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাটে অবস্থান নিয়ে একটি প্রাইভেট কারকে ধাওয়া করে এ সময় অপহরণকারী চক্র পুলিশের গাড়ির ওপর হামলা করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। অপহরণকারী চক্রের হামলায় আহত হন কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আক্কাস আলী, এসআই শামীমসহ আরও ২ কনস্টেবল। পরে পুলিশ আহত অবস্থায় ওই তিন অপহরণকারীকে আটক ও আব্দুল আজিজ নামে একজনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ১টি সাটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
×