ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরব পৌর প্যানেল মেয়রের বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ

প্রকাশিত: ০৬:০৮, ১৫ আগস্ট ২০১৫

ভৈরব পৌর প্যানেল মেয়রের বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ আগস্ট ॥ ভৈরব পৌরসভার প্যানেল মেয়র বিএনপি নেতা আরিফুল ইসলাম তার কাজের মেয়ে শিমুল হত্যা ও ভাগিনা পারভেজ হত্যা মামলাসহ দুটি নাশকতা মামলায় দীর্ঘ দিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালত তার বাড়ির অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। নির্দেশ পেলেও পুলিশ তা পালন করছে না রহস্যজনক কারণে। জানা গেছে, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র আরিফুল ইসলাম গত বছর তার কাজের মেয়ে শিমুল ও ভাগিনা পারভেজ হত্যা মামলার আসামি হলে গা-ঢাকা দেন। মামলা দুটি সঠিক তদন্তে পুলিশ ব্যর্থ হলে বাদীপক্ষ কিশোরগঞ্জ সিআইডি পুলিশ তদন্ত করার আবেদন করেন। আদালত মামলা দুটি সিআইডি পুলিশ তদন্ত করার নির্দেশ দেন। সিআইডি মামলা তদন্ত করে আদালতে চার্জশীট দেয়। আদালতে চার্জশীট দিলেও বিএনপির এই নেতা হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ দিকে বিএনপির আন্দোলনের সময় নাশকতার দুই মামলায় হাজিরা না দেয়ায় তার জামিন বাতিল করা হয়। ফলে চার মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ মালামাল ক্রোকের আদেশ দেয় আদালত।
×