ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘শিশিরের স্পর্শে গাঁথা’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৬:০০, ১৫ আগস্ট ২০১৫

‘শিশিরের স্পর্শে গাঁথা’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস। দেশের প্রথিতযশা সঙ্গীত পরিবারে তাঁর জন্ম। তিনি নজরুলসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। মাত্র পাঁচ বছর বয়সেই সুস্মিতা তার ফুফুর কাছ থেকে সঙ্গীতে তালিম নেন। নজরুলসঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও সমান পারদর্শী সুস্মিতা আনিস। বিশেষত যে গানগুলো সুর করেছেন তার ফুফা কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। পারিবারিক কারণেই নজরুলসঙ্গীতের প্রতি তাঁর বিশেষ টান ও ভালবাসা। সেই ভালবাসার ফলশ্রুতিতে সম্প্রতি প্রকাশিত হলো এই শিল্পীর নজরুলসঙ্গীতের এ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’ বা ‘সাউন্ড অব সিজন্স’। নজরুলসঙ্গীত সম্রাজ্ঞী প্রয়াত ফিরোজা বেগমকে এ্যালবামটি উৎসর্গ করা হয়েছে। এ্যালবামটি প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, এ্যালবামটি আমার ফুফু ফিরোজা বেগমকে উৎসর্গ করছি। নজরুলসঙ্গীতকে সর্বস্তরে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই এ্যালবামটি প্রকাশ করা। আশা করি, আমার গায়কীতে গানগুলো শ্রোতাদের ভাল লাগবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে এই এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও ইংরেজী দৈনিক বাংলাদেশ টুডের সাবেক সম্পাদক মোহাম্মদ আসাফুদ্দৌলা। এ্যালবামে রয়েছে নজরুলের জনপ্রিয় ১০টি গান। এগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইবরার টিপু।
×