ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈগলের থাবায় ড্রোন!

প্রকাশিত: ০৫:৪২, ১৫ আগস্ট ২০১৫

ঈগলের থাবায় ড্রোন!

ড্রোন বা কোয়াডকপ্টার আর নিশ্চিন্তে ওড়ানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেখানে রয়েছে ঈগলের রাজত্ব। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, উড়ন্ত একটি ড্রোনকে এই শিকারী পাখি এক থাবায় নিমিষেই ভূপাতিত করে দেয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিত্তিক অ্যাডাম ল্যানসেস্টার থেকে একটি ড্রোন ওড়ানো হয় আকাশে। কিন্তু ওটা ছিল পরাক্রমশালী ঈগলের আকাশ। সেখানে অচেনা শত্রুকে মেনে নিতে পারল না ঈগলটি। ড্রোনে জুড়ে দেয়া ক্যামেরায় দেখা যায় চোখের পলকে ঈগলটি হামলা চালায় ড্রোনটিকে। ওটা আর উড়তে পারেনি। মাটিতে পড়ে যায়। যারা ড্রোনটি উড়িয়েছিলেন, তারা অবাক হয়ে দেখলেন, এই মুখোমুখি সংঘর্ষের পরও অক্ষত ছিল ঈগলটি। এক প্রত্যক্ষদর্শী জানান, এর আগেও ড্রোন পাখিদের শত্রুতে পরিণত হয়েছে। তাই যারা ড্রোন ওড়ান তাদের জন্য উপদেশ, শিকারী পাখির অঞ্চলে ড্রোন ওড়াবেন না। তবে ওটা ছিল এক বিশাল ঈগল। আকাশ থেকে স্রেফ ফেলে দিল ড্রোনটিকে! কিন্তু ঈগলটির কিছুই হয়নি। সূত্র : ইন্টারনেট
×