ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ ফুটবল বড় জয়ে শেখ জামালের শুভসূচনা

প্রকাশিত: ০৬:২২, ১৪ আগস্ট ২০১৫

এএফসি কাপ ফুটবল বড় জয়ে শেখ জামালের  শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ কিরগিজস্তানের বিশকেকে শুরু হয়েছে ‘এএফসি কাপ’-এর ‘বি’ গ্রুপের খেলা। বাংলাদেশের প্রিমিয়ার লীগ শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড বড় জয়ে দিয়ে শুভসূচনা। বৃহস্পতিবার প্রতিপক্ষ বেনফিকা ডি ম্যাকাও ক্লাবকে ৪-১ গোলে শোচনীয়ভাবে হারিয়েছে শেখ জামাল। যদিও আগে গোল হজম করেছিল জামালই! ম্যাচে জোড়া গোল করেন জামালের মিডফিল্ডার মামুনুল ইসলাম। জামালের বাকি দুটি গোল করেন এমেকা ডার্র্লিংটন এবং শাখাওয়াত হোসেন রনি। স্পার্টাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার ২৬ মিনিটে নিকি তরাওয়ের গোলে এগিয়ে যায় ম্যাকাও (১-০)। তবে ম্যাচের ৪৪ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকার গোলে সমতায় ফেরে জামাল (১-১)। ৭১ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন জামালের মামুনুল ইসলাম (২-১)। ৭৬ মিনিটে আবারও বেনফিকার জালে বল পাঠান মামুনুল (৩-১)। ৮৬ মিনিটে বেনফিফার হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জামালের বদলি ফরোয়ার্ড রনি (৪-১)। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির শিষ্যরা। জামাল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ১৫ আগস্ট স্বাগতিক এফসি আলগা বিশকেকের বিপক্ষে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে প্লে অফ পর্বে। তারপর খেলবে যথাক্রমে গ্রুপ পর্বে এবং নকআউট (চূড়ান্ত পর্ব) পর্বে। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে আছে ভুটানের ড্রুক ইউনাইটেড এফসি, মঙ্গোলিয়ার খরমকন ও পাকিস্তানের কে-ইলেকট্রিক এফসি। ‘বি’ গ্রুপে আছে শেখ জামাল, কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে আলগার কাছে ২-০ গোলে হারে বেনফিকা।
×