ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী শিশু নির্যাতন

বাউফলে বাবাসহ সাত জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:১৭, ১৪ আগস্ট ২০১৫

 বাউফলে বাবাসহ সাত জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ আগস্ট ॥ বাউফলের কেশবপুর গ্রামে মানিক মৃধা (১৪) নামের এক প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের ঘটনায় বুধবার রাতে বাউফল থানায় মামলা হয়েছে। শিশুটির বাবা, সৎ মা ও সৎ মামাসহ ৭ জনকে আসামি করা হয়েছে। ওই দিন সকাল ১০টার দিকে প্রতিবন্ধী শিশু মানিক তার খালু নুরুল ইসলামের বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। স্থানীয় আলতাফ মাস্টারের বাড়ির কাছে শিশুটির উপর হামলা করা হয়। তাকে অমানুষিকভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়। এক পর্যায়ে হামলাকালীরা তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় ওই দিন রাতে প্রতিবন্ধী মানিক বাদী হয়ে তার বাবা মহিউদ্দিন খোকন, সৎ মা তাসলিমা বেগম ও সৎ মামা মনির হোসেন, রাসেল হোসেন, আসাদ খান, সৎ খালা রিনা বেগম ও তার স্বামী দুলাল গাজীকে আসামি করে মামাসহ ৭ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করে। মামলার এজাহারে মানিক উল্লেখ করেন, তার বাবা তাসলিমা বেগম নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে আলাদা বসবাস করছেন। তার মা নাছিমা বেগম তার বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে মামলা করে।
×