ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে তিন বাড়িতে ডাকাতি ॥ দুই গৃহকর্ত্রী আহত

প্রকাশিত: ০৬:১৭, ১৪ আগস্ট ২০১৫

কালীগঞ্জে তিন বাড়িতে ডাকাতি ॥ দুই গৃহকর্ত্রী আহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ আগস্ট ॥ কালীগঞ্জে একই রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের এলোপাতাড়ি কোপে দু’গৃহকর্ত্রী গুরুতর আহত হয়েছে। ডাকাতরা ৬৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৭ লাখ টাকাসহ মালামাল লুট করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুঞ্জুর হোসেনের এবং সিঙ্গাপুর প্রবাসী তার চাচাত ভাইয়ের বাড়িতে বৃহস্পতিবার ভোরে ১৫-১৬ জনের সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে উভয় পরিবারের সবাইকে জিম্মি করে ৩ লাখ টাকা, প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৬টি মোবাইল সেটসহ মালামাল লুট করে। এদিকে একই রাতে একই ইউনিয়নের উত্তর জামালপুর (বালুয়াভিটা) গ্রামের মোবারক হোসেন ছেলে মাসুম মিয়ার বাড়িতে একদল ডাকাত গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। ডাকাতরা এ সময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে। এ সময় বাধা দেয়ায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মাসুমের স্ত্রী আহত হয়।
×