ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্রেজার পুড়িয়ে দিল জনতা

প্রকাশিত: ০৬:১৬, ১৪ আগস্ট ২০১৫

ড্রেজার পুড়িয়ে দিল জনতা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ আগস্ট ॥ আড়াইহাজারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ব্যবহৃত ড্রেজার পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ মৌজার কান্দাপাড়া এলাকায়। জানা গেছে, কান্দাপাড়া এলাকায় মেঘনা নদী থেকে স্থানীয় জনতার বাধা উপেক্ষা করে ৪ দিন ধরে একটি প্রভাবশালীর লোকজন ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে আসছিল। ফলে নদী ভাঙ্গনের আশঙ্কায় ওই এলাকার কয়েকটি গ্রামের লোকজন একত্রিত হয়ে তাতে বাধা দেন। এ সময় লিটনের নেতৃত্বে লোকজন কয়েকটি স্পীডবোটযোগে এলাকায় অস্ত্রের মহড়া দেয়। তাতে এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার সকালে কয়েক গ্রামের লোকজন একত্রিত হয়ে উক্ত ড্রেজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা গ্রামবাসীকে প্রতিহত করতে হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আজগর আলী (৫০), জামাল (২৪), মাইনুদ্দীন (২৮), শাহা পরান (১৮), স্কুলছাত্র রাসেলকে (১৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
×