ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ৩০ হাজার নারী কর্মীর চাহিদা

প্রকাশিত: ০৫:৩২, ১৪ আগস্ট ২০১৫

সৌদি আরবে ৩০ হাজার নারী কর্মীর চাহিদা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘সৌদি আরবে কমপক্ষে ৩০ হাজার দক্ষ নারী কর্মীর চাহিদা আছে। আমরা মাত্র ৩ হাজার দক্ষ নারী কর্মী পাঠাতে সক্ষম হয়েছি। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও লোকজন সেখানে প্রশিক্ষণ নিতে আগ্রহী না হওয়ায় বিদেশে পাঠানোর জন্য দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না।’ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জিইসি মোড়ে হোটেল প্যাভলিয়েনে বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন। Ñস্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
×